আপনি চাইলেই আপনার ফোন থেকে অন্যের ফোন কন্ট্রোল করতে পারবেন। যেমন কন্ট্রোল করা যেত এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার। পরবর্তীতে মোবাইল দিয়ে কম্পিউটার কন্ট্রোল করার সিস্টেম আসছে। আসুন দেখি কিভাবে মোবাইল দিয়ে মোবাইল কন্ট্রোল করবো।
কন্ট্রোল করার জন্য আমাদের প্রথম একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। নাম :
Anydesk Remote Desktop Software
এই অ্যাপ টি উভয় মোবাইলেই লাগবে তাই উভয় মোবাইলেই ইনস্টল করুন। ইনস্টল করার পর অ্যাপটি ওপেন করুন।।
এরপর নিচের স্ক্রিনসট অনুযায়ী কাজ করুন।
প্রথমে আপনার ফোনে অ্যাপ ওপেন করুন
তারপর
অ্যাপ এর টিউটোরিয়াল দিবে, স্ক্রিনের যেকোন জায়গায় ক্লিক করুন।
এখন আপনি যেই মোবাইল কন্ট্রোল করতে চান সেটায় এই অ্যাপ ওপেন করুন।
আগের মত করুন
এরপর এখানে আপনাদের একটা কোড দেওয়া হবে সেই কোড টা আপনার ফোনে বসাতে হবে।
অন্যের মোবাইল থেকে এটা কপি করুন
এরপর এটা আপনার ফোনের এই জায়গায় লিখে নেক্সট বাটনে ক্লিক করুন।
আবার টিউটোরিয়াল দিবে স্ক্রিনের যেকোন জায়গায় ক্লিক করে কেটে দিন।
এর পর কানেক্টিং লেখা ভাসবে
এবার চোখ দিন অন্যের মোবাইল টিতে।
ওখানে কিছু অপশন অন করতে হবে।
এই দুইটা মার্ক করে ok তে ক্লিক করুন।
এর পর accept এ ক্লিক করুন
এর পর start now
কিছুক্ষন অপেক্ষা করুন
এবার any desk কে allow দিন
এরপর এখানে ক্লিক করে trace any files অন করে দিন
বাস হয়ে গেলো।
এখন আপনি আপনার ফোন থেকেই ওই ফোন কন্ট্রোল করতে পারবেন। মানে ওই ফোনের স্ক্রিন আপনার কাছে শো করবে আপনি যেখানে ক্লিক করবে সেখানেই ক্লিক পরবে অটোমেটিক, যেই ফাইলেই ঢুকবেন সেই ফাইলেই ওপেন হবে।
প্রথম সেটাপ কঠিন হলেও পরবর্তীতে এটা সেইভ হয়ে থাকে। এক ক্লিকেই হয়ে যায়।
তো আজ এই পর্যন্তই।
আমার ফেসবুক আইডিঃ Tawhid Hridoy
লেখালেখি করে জিতে নিন পুরস্কারঃ BDBoighor.com
আমাদের ইউটিউব চ্যানেলঃ TipTop BD
যেকোন ধরনের Thumbnail, Logo, Photo Editing, Wapkiz Web design ইত্যাদি করাতে চাইলে ইনবক্স করুন আমাদের ফেসবুক পেইজে।
The post আপনার মোবাইল দিয়ে অন্য যে কারো ফোন কন্ট্রোল করুন, যেকোন ফাইল ট্রেস করুন ও দেখে ফেলুন। appeared first on Trickbd.com.
Source: