Techipe.Info Uncategorized একটু চিন্তা করেন। আপনিও কি তাহলে! তাদেরই একজন…?

একটু চিন্তা করেন। আপনিও কি তাহলে! তাদেরই একজন…?

0 Comments 12:57 PM



আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।

একটু চিন্তা করেন। আপনিও কি তাহলে! তাদেরই একজন…?


বর্তমানে কাতারে FIFA World Cup Match চলছে। সেখানে প্রায় ৩২টি দল খেলায় অংশগ্রহণ করছে। যে দল গুলো খেলা অংশগ্রহণ করছে তাদের অধিকাংশ হিন্দু, ইহুদি, খ্রিষ্টান, বোদ্ধা ইত্যাদি রয়েছে।

এখন আপনি আমি বাংলাদেশ থেকে তাদের খেলা দেখতেছি এবং তাদের সাপোর্ট করছি। হিন্দু, ইহুদি, খ্রিষ্টান বোদ্ধা এদেরকে আমরা বন্ধু বানিয়ে নিচ্ছি। এই কাজটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। আপনি জেনে শুনে সাপোর্ট করেন আর না জেনে শুনে সাপোর্ট করেন। আপনি কিন্তু তাদের দলের অন্তর্ভুক্ত হয়ে গেছেন।

আল্লাহ তায়ালা তাদের সাথে বন্ধুত্ব করতে তাদেরকে সাপোর্ট করতে নিষেধ করেছেন। আপনি একজন মুসলমানের সন্তান হয়ে নামাজ পড়ার সময় হয়ে উঠে না। দান করতে পারেন না টাকা কমে যাবে বলে। ইসলামিক কোন কাজে ঢাকলে আপনাকে খুঁজে পাওয়া যায় না। অথচ আপনি রাত ১টার সময় হিন্দু, ইহুদি, খ্রিষ্টানদের খেলা দেখেন।

এই সামান্য খেলার জন্য আমরা নিজেরা ভাইয়ে ভাইয়ে মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করি। সামান্য ঝগড়াঝাটি থেকে বড় ধরনের সমস্যা সৃষ্টি হয়। আচ্ছা নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন এসব খেলার জন্য মারামারি করে নিজেদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে কে বেশি ক্ষতির সম্মুখীন হল। আমি আপনি নাকি ঐ দল গুলো। নিশ্চয়ই আমার আপনার মধ্যে বন্ধুত্বের সম্পর্কে নষ্ট হয়।

আল্লাহ তায়ালা বলেন→ হে মুমিন। তোমরা ইহুদি ও নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহন করো না, তারা পরস্পর পরস্পরের বন্ধু। আর তোমাদের মধ্যে কেউ তাদেরকে বন্ধুরূপে গ্রহন করলে সে নিশ্চয়ই তাদেরই একজন। নিশ্চয়ই আল্লাহ যালিম সম্প্রদায়কে হেদায়েত দেন না। সুতরাং তুমি দেখতে পাবে, যাদের অন্তরে ব্যাধি রয়েছে, তারা কাফিরদের মধ্যে (বন্ধুত্বের জন্য) ছুটছে। তারা বলে, আমরা আশংকা করছি যে, কোন বিপদ আমাদের আক্রান্ত করবে। অতএব হয়ত আল্লাহ বিজয় বা তাঁর কাছে থেকে এমন কিছু দেবেন!! যাতে তারা তাদের অন্তরে যা গোপন রেখেছিল সে জন্য লজ্জিত হবে। আর মুমিন গণ বলবে এরাই কি তারা। যারা আল্লাহর নামে দৃঢ়ভাবে শপথ করেছিল যে, নিশ্চয়ই তারা তোমাদের সঙ্গেই আছে? তাদের আমলসমূহ নিস্ফল হয়েছে ফলে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। (সূরা আল-মায়েদার (আয়াত ৫১-৫৩)

উপরের আয়াত দ্বারা আমরা স্পষ্টই বুঝতে পারছি আল্লাহ তায়ালা ইহুদি নাসারদের সাথে বন্ধুত্ব এবং তাদের সাপোর্ট করতে নিষেধ করেছেন। এখন আপনিই চিন্তা করেন এসব ফুটবল খেলার আপনি কি কাউকে সাপোর্ট করবেন। আর কি এসব সাধারণ খেলা নিয়ে কারো সাথে ঝগড়াঝাটি বা মারামারি করবেন। নিজেই নিজেকে প্রশ্ন করেন।

আপনি যদি একজন সত্যিকারে মুসলিম হয়ে থাকেন তাহলে আপনাকে উপরের আয়াত অবশ্যই বিশ্বাস করতে হবে এবং মানতে হবে। অতএব দুনিয়ার এই রংতামাশা ভুলে গিয়ে ইসলামের পথে আসেন। নামাজ পড়েন সত্যি কথা বলেন। আর এসব আজাইরা খেলাধুলা দেখে নিজের মূল্যবান সময় নষ্ট করবেন না। আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আল্লাহ হাফেজ।

আপনার ওয়েবসাইটের জন্য আর্টিকেল প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ফেসবুকে আমি


The post একটু চিন্তা করেন। আপনিও কি তাহলে! তাদেরই একজন…? appeared first on Trickbd.com.

Source:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Facebook এর Watched Videos History গুলো Delete করুন সহজেই!Facebook এর Watched Videos History গুলো Delete করুন সহজেই!

0 Comments 8:02 PM


আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন?…. দীর্ঘ অনেক দিন পর আবার পোস্ট লেখা।,,, আজকে দেখাবো কিভাবে Facebook এর Watched Video History ডিলেট করবেন? ইউটিউবে watched ভিডিও history ডিলেট করা অনেক সহজ।

Amber IT এবং Alaap IP Phone অ্যাপ এ বিকাশ থেকে Recharge করে নিয়ে নিন ২০ থেকে ২৫% ক্যাশব্যাক.!!Amber IT এবং Alaap IP Phone অ্যাপ এ বিকাশ থেকে Recharge করে নিয়ে নিন ২০ থেকে ২৫% ক্যাশব্যাক.!!

0 Comments 12:00 AM


Amber IT এবং Alaap IP Phone অ্যাপ এ বিকাশ থেকে Recharge করে নিয়ে নিন ২০ থেকে ২৫% ক্যাশব্যাক যে কোনো বিকাশ একাউন্ট থেকে। Amber IT IP Phone অ্যাপের রিচার্জ যে