HomeAll Postচলে এলো ফেসবুকের অফিসিয়াল এপস মেসেঞ্জার কিডস
Advertice Space with sell

Contact With facebook

চলে এলো ফেসবুকের অফিসিয়াল এপস মেসেঞ্জার কিডস

চলে এলো ফেসবুকের অফিসিয়াল এপস মেসেঞ্জার কিডস

মেসেঞ্জার কিডস

অবশেষে পাবলিশ হলো ফেসবুকের নিজেস্ব এপস
ফেসবুক কিডস ৷ফেসবুক প্রতিবেদনে জানা যায় তদের এপস টি মূলত পেরেন্টাল কোট্রল সেবা দেয়ার জন্যই চালু করা ৷

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় করোনার কারনে বাধ্যতামূলকভাবে ঘরে অবস্থান করছে শিশুরাও। অবসর সময়ে সহপাঠী বা বন্ধুদের সঙ্গে শিশুদের বার্তা বিনিময়ের সুযোগ দিতে বাংলাদেশসহ প্রায় ৭০ টি দেশে এর ও বেশি নিজেদের মেসেঞ্জার কিডস সেবা চালু করেছে । এই কিডস ভার্সন মেসেঞ্জারের শিশুতোষ সংস্করণটিতে প্যারেন্টাল কন্ট্রোল ফিচার থাকায় সন্তানরা কোন কোন বন্ধুর সঙ্গে বার্তা বা ছবি বিনিময় করতে পারবে, তা নিয়ন্ত্রণ করতে পারবেন অভিভাবকরা কি সুন্দর একটা ফিচার ৷

এমনকি ‘সুপারভাইজড ফ্রেন্ডিং’ ফিচার কাজে লাগিয়ে অন্যদের পাঠানো বন্ধুত্বের আবেদন গ্রহণ বা প্রত্যাখ্যানও করতে পারবেন অভিবাবকগন ৷ ফলে শিশুরা অনলাইনে নিরাপদে বন্ধুদের সঙ্গে বার্তা বা ছবি বিনিময় করতে পারবে অনেক নিরাপত্তায় ৷

তাছাড়াও যেসব সুবিধা রয়েছে এপসটিতে

  1. নাইড ভার্সন
  2. ইমেজ ছেইভ মোড
  3. ডাটা সেইভ মোড
  4. থাকছে অফলাইনএ চার্ট করঅর সুবিধা
  5. বিভিন্ন কালারের থিমস
  6. ফন্ট চেন্জ করার সুবিধা

আরো অনেক সুবিধা নিয়ে তৈরি হয়েছে মেসেন্জার কিডস ভার্সন টি ৷আপনারা চাইলেও ডাউনলোড দিতে পারেন ৷ নিচের ডাউনলোড লিংক থেকে ৷
Download Messenjer Kids appsমেসেন্জার কিডস সম্পর্কে আপডেট নিউজ পেতে চোখ রাখুন
মেসেঞ্জার কিডস ফেসবুক ভেরিফাই পেইজাএপষ্টটি প্রথম প্রকাশিত হয় Freelancing24.com সাইট এসৈজন্য:ProDokan.com

ভালো থাকবেন ৷ ভালো রাখবেন ৷আজ এ পর্যন্তই ৷


The post চলে এলো ফেসবুকের অফিসিয়াল এপস মেসেঞ্জার কিডস appeared first on Trickbd.com.

Source:

About Author (1561)

This author may not interusted to share anything with others

Leave a Reply

Related Posts

Switch To Desktop Version