মুভি: বাজি
জনরা: অ্যাকশন থ্রিলার
রিলিজ ডেট: ১০ অক্টোবর ২০২১
পরিচালনায়: অংশুমান প্রত্যুষ
Screenshot
এবার পূজোতে মুক্তি পাওয়া জিৎ এর লেটেস্ট মুভি বাজি অবশেষে দেখে ফেললাম।
সবার আগে বলে নেই, বরাবরের মতই এটা তেলেগু মুভির রিমেক।
কমবেশি আমরা যারা সাউথ ইন্ডিয়ান মুভি দেখি সকলেই জানি এই মুভিগুলো কতটা মাসালাদার হয় এবং প্রত্যেকটি সিন সুন্দরভাবে হাইলাইট করে।
তো বাজে সিনেমা স্ক্রিপ্ট লেখা হয়েছে নিজের বাবার বদলা নেওয়ার কাহিনী নিয়ে।
কিভাবে বাবা ছেলের মধ্যে মাইন্ড ওয়ার হয় এবং এদের শেষ পরিণতি কি হয় সে সকল কিছু মিলিয়ে বাজি মুভি।
এটি তেলুগু মুভি Nannaku Prematho এর রিমেক। যেটাতে অভিনয় করেছিলেন এন টি আর।
তো বাজি মুভি রিমেক হলেও জিৎ এর বিগত কিছু রিমেক মুভির তুলনায় এটা যথেষ্ট ভাল লেগেছে আমার কাছে।
যদি অভিনয়ের কথা বলি তাহলে বরাবরের মতোই জিৎ তার সেরাটা দিয়েছে।
যদিও সে কমফোর্ট জোন থেকে বেরিয়ে তেমন একটা অভিনয় করতে চায় না।
মিমি ব্যতীত অন্যান্য সাইড অ্যাক্টর গুলো অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে।
এছাড়া মুভির লোকেশন সিলেক্ট করাটা নিখুঁত ছিল।
অরজিনাল তেলুগু মুভি থেকে কিছু কিছু নতুনত্ব আনার চেষ্টা করেছে পরিচালক বাজি মুভিতে, সেটা আমার কাছে বেশ ভালো লেগেছে।
এছাড়া মুভিতে বেশ কিছু ইন্টারেস্টিং টুইস্ট রয়েছে যেগুলো আপনাকে মুভি দেখা আরো ইঞ্জয়াবল করে দেবে।
Link: Baazi Movie
The post জিতের নতুন মুভি Baazi এর রিভিউ + লিংক appeared first on Trickbd.com.
Source: