Techipe.Info Uncategorized [Hot] বিকাশ অ্যাপ দিয়ে বিকাশ একাউন্ট এ ব্যাংক কিংবা কার্ড থেকে অ্যাড মানি করে ৫০০ টাকার ক্যাশব্যাক নিয়ে নিন (শর্ত প্রযোজ্য)

[Hot] বিকাশ অ্যাপ দিয়ে বিকাশ একাউন্ট এ ব্যাংক কিংবা কার্ড থেকে অ্যাড মানি করে ৫০০ টাকার ক্যাশব্যাক নিয়ে নিন (শর্ত প্রযোজ্য)

0 Comments 12:00 AM



বিকাশ অ্যাপ দিয়ে বিকাশ একাউন্ট এ অ্যাড মানি করে ৫০০ টাকার ক্যাশব্যাক নিয়ে নিন।

ব্যাংক কিংবা কার্ড থেকে বিকাশ একাউন্টে ৬,৫০০ টাকা বা এর বেশি টাকা অ্যাড মানি করলেই প্রতি ঘণ্টায় প্রথম ৫ জন পাবেন ৫০০ টাকা ক্যাশব্যাক।

প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত যেকোনো ঘন্টা শুরু হওয়ার সাথে সাথে সবার আগে ৬,৫০০ টাকা বা তার বেশি অ্যাড মানি করুন। প্রথম ৫ জন অ্যাড মানি করা গ্রাহকের মধ্যে একজন হতে পারলেই পেয়ে যাবেন ৫০০ টাকা ক্যাশব্যাক।

অফারটি পুরো অক্টোবর জুড়ে ৩১ দিনের জন্য চলবে.!!

 

ব্যাংক কিংবা কার্ড থেকে অ্যাড করতে বিকাশ অ্যাপ এ ঢুকে অ্যাড মানি অপশন এ ক্লিক করুন।
তার পর যে মাধ্যমে অ্যাড মানি করবে তা সিলেষ্ট করে অ্যাড মানি করে নিন।

শর্তাবলী

  • বিকাশ গ্রাহক অ্যাপ থেকে কার্ড টু বিকাশ বা সংশ্লিষ্ট ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে অ্যাড মানি করে এই ক্যাম্পেইনে অংশ নিতে পারেন।
  • ক্যাশব্যাক পেতে হলে গ্রাহকের একাউন্ট স্ট্যাটাস ও ইনকামিং লেনদেন অবশ্যই সক্রিয় থাকতে হবে।
  • অফার চলাকালীন প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত, এই ১৬ ঘণ্টা সময় অফারটি চালু থাকবে
  • ক্যাম্পেইন চলাকালে কোনো গ্রাহক একদিনে সর্বোচ্চ একবার ক্যাশব্যাক জয়ী হতে পারবেন।

 

 

 

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

নতুন বিকাশ একাউন্ট খুলে ১০০ টাকা বোনাস নিয়ে নিন

বাংলালিংক সিমে ফ্রি 1GB নিয়ে নিন

টেকনিক্যাল বিষয়ে এবং বিভিন্ন ধরনের অফার সম্পর্কে জানতে ওয়েবসাইট থেকে ঘুরে আসার আমন্ত্রন করা হল

ধন্যবাদ

The post [Hot] বিকাশ অ্যাপ দিয়ে বিকাশ একাউন্ট এ ব্যাংক কিংবা কার্ড থেকে অ্যাড মানি করে ৫০০ টাকার ক্যাশব্যাক নিয়ে নিন (শর্ত প্রযোজ্য) appeared first on Trickbd.com.

Source:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

২০২২ সালের এসএসসি ও সমমান পরিক্ষার রেজাল্ট দ্রুত ও সবার আগে দেখে নিন.!২০২২ সালের এসএসসি ও সমমান পরিক্ষার রেজাল্ট দ্রুত ও সবার আগে দেখে নিন.!

0 Comments ">8:22 PM


চলিত বছর এর এসএসসি ও সমমান পরিক্ষা শুরু হয় গত ১৫ সেপ্টেম্বর এবং শেষ হয় ১ অক্টোবর থেকে। এবার পরিক্ষায় অংশ গ্রহণ করেছিলো সাধারণ নয়টি বোর্ডের অধীনে ১৫ লাখ ৯৯

[মাইক্রোসফট ওয়ার্ড] নতুন ডকুমেন্ট তৈরী করা এবং ওপেন করা – পর্বঃ ০২[মাইক্রোসফট ওয়ার্ড] নতুন ডকুমেন্ট তৈরী করা এবং ওপেন করা – পর্বঃ ০২

0 Comments ">1:17 PM


ওয়ার্ড ফাইলকে ডকুমেন্ট বলা হয়। আপনি যখনই ওয়ার্ডে একটি নতুন প্রজেক্ট শুরু করবেন, তখন আপনাকে একটি নতুন ডকুমেন্ট তৈরী করতে হবে। যা হয় ফাঁকা ডকুমেন্ট হবে, না হয় একটি রেডিমেড