আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজ অনেকদিন পরে ট্রিকবিডিতে লিখতে বসলাম। তাও খুব জোস একটা টপিক। এই টিপস ব্যবহার করে আপনারা সবাই ফ্রিতে আনলিমিটেড কথা বলতে পারবেন। আসলে এই কোর্সটি আমাদের ট্রিকবিডিতে এক ভাই ৩৫০ টাকা করে বিক্রি করছে, মূলত এইটি এত দামে বিক্রি করার কিছুই নাই। শুধু নরমাল ট্রিক খাটিয়ে এটি নেওয়া হয়েছে। যা আপনাদের মাঝে সেয়ার করা উচিৎ বুএ মনে করছি।
তাহলে চলুন দেখে আসি কিভাবে ফ্রিতে আনলিমিটেড ভাইবার মিনিট লুফে নিভেন।
যেহেতু পোস্টটি অনেক বড় তাই আমি দুটি ভাগে দিব। এখন একটি দিচ্ছি রাতে কিংবা কাল সকালে পরের অংশ দিয়ে দিব।
যদি আপনারা এখনি পুরো পোস্ট দেখে নিতে চান তাহলে tech priyo সাইটে পাবলিশ করা হয়েছে চাইলে দেখে আসতে পারেন।
Free Unlimited Call on Viber on 60 Countries
প্রথমে আমাদের গুগুল প্লেস্টোর এ একটি মাস্টার কাড যুক্ত করতে হবে। নিচের স্ক্রিনশট এ সকল ধাপ দেখানো হলো।
মাস্টার্স কাড যুক্ত করতে আপবাকে প্লেস্টোর থেকে https://play.google.com/store/apps/details?id=com.bin.manager এই লিংকের অ্যাপটি ডাউনলোড করে স্ক্রিনশট এ দেখানো বিন টাইপ করে বিন জেনারেট করতে হবে৷ এরপর উপরের দেখানো গুগল প্লেস্টোর এর জায়গাতে যেয়ে আপনার জেনারেট করা কাড ডিটেইল দিয়ে দিলে আপনার কাড সেইভ হয়ে যাবে। আর কাড এড করার সময় জিপ কোড 10010 দিতে হবে।
পুরো প্রসেস করার সময় আপনাকে ভইপিএন এ US লোকেশন চালু রাখতে হবে।
এবার আপনি play store থেক্ব
https://play.google.com/store/apps/details?id=com.unlistedmobile.unlisted
এই লিংকের অ্যাপটি ডাউনলোড করে আপনার জিমেইল দিয়ে একাউন্ট করে নিবেন।
এবার এখান থেকে Get a number এ ক্লিক করুন।
এবার স্ক্রিনশট এর মতো নাম্বার ব্যবহার করে একটি নাম্বার নিয়ে সেটির পেম্বন্ট করে দিন একটু আগে প্লেস্টোর এ লাগানো মাস্টার কাড দিয়ে।
ব্যাস আমাদের নাম্বার নেওয়া শেষ। এখানে প্রথম ধাপ শেষ হচ্ছে। পরের ধাপ খুব শীঘ্রই দেওয়া হবে । যা ইতিমধ্যে techpriyo সআইটে পাবলিক করা হয়েছে৷। যারা দেখেতে চান নিচে লিংক দেওয়া হলো।
আশা করি সব বুঝতে পেরেছেন। কোথাও বুঝতে কোনো সমস্যা হলে নিচে কমেন্টে জানান৷ খুব চেষ্টা করব রিপ্লাই দেওয়ার। আর যারা এই সিম্পল ট্রিক এত দামে বিক্রি করছেন তাদেরকে বলবো দাম খানিকটা কমান সকলের নাগালের মধ্যে নিয়ে আসুন তাহলে সবাই কিনবে এবং আপনাদেরও ভালো কিছু ইনকাম হবে। পরিশেষে ধন্যবাদ ট্রিকবিডির সাথে থাকার জন্য।
The post [Hot Post] Viber Minute Hack | ভাইবারে ফ্রিতে আনলিমিটেড কথা বলুন সবসময়। পেইড কোর্স ফ্রিতে appeared first on Trickbd.com.
Source: