Techipe.Info Uncategorized [Rooted] আপনার ফোনটি যদি রুটেড হয়ে থাকে তাহলে রুটের সকল সাধারণ ফিচার একসাথে উপভোগ করুন একটি অ্যাপ এর সাহায্যে।[Root Essentials]

[Rooted] আপনার ফোনটি যদি রুটেড হয়ে থাকে তাহলে রুটের সকল সাধারণ ফিচার একসাথে উপভোগ করুন একটি অ্যাপ এর সাহায্যে।[Root Essentials]

0 Comments 10:43 AM



আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আপনাদের কাছে এমন একটি অ্যাপ শেয়ার করবো যার মাধ্যমে আপনারা খুব সহজেই রুট করা ফোনের সকল ফিচার উপভোগ করতে পারবেন,
যেমন:
◑ফোনের DPI পরিবর্তন, অর্থাৎ ফোনের ডিসপ্লের লেখা ও আইকন গুলোর সাইজ পরিবর্তন।
◑আপনার ফোনের “device name” পরিবর্তন অর্থাৎ কোনো ওয়াইফাই তে কানেক্ট করলে রাউটার এর এডমিন প্যানেল এ আপনার ডিভাইসটি যে নাম দেখায় সেটা পালটাতে পারবেন।
◑আপনার ফোনের ডিফল্ট ফন্ট পরিবর্তন করে স্টাইলিশ ফন্ট ইনস্টল করতে পারবেন, এবং এই অ্যাপসটিতেই রয়েছে ৭০০টি স্টাইলিশ ফন্ট তাই মেনুয়ালি ডাউনলোড করা ছাড়াই খুব সহজে এবং ঝুকি ছাড়াই এক ক্লিকে ফন্ট পরিবর্তন করতে পারবেন।
◑এই অ্যাপটির মাধ্যমে সিস্টেমের সকল অ্যাপস আনইনস্টল করতে পারবেন।
◑আপনার ফোনের ডিফল্ট ইমোজি গুলো এই অ্যাপসটির মাধ্যমে পরিবর্তন করতে পারবেন।
◑বিল্ড প্রপ (build Prop) এডিট করতে পারবেন এপসটির সাহায্যে।
◑এই অ্যাপসটিকে রুট এক্সপ্লোরার বা রুট ফাইল ম্যানেজার হিসেবে ব্যবহার করতে পারবেন।

আরো অনেক কাজ এই অ্যাপসটার মাধ্যমে করতে পারবেন,কাস্টম রিকভারি ইমেজ বা কোনো জিপ ফাইল ফ্ল্যাশ, ব্যাটারি ক্যালিব্রেশন, বুটলোডার-কিভারি মোড ইত্যাদিতে কুইক রিবুট, সিস্টেম মাউন্ট। আমি শুধু প্রধান কাজগুলো নিয়ে আলোচনা করলাম।আরো বেশ কিছু কাজ করা যায়।

এই অ্যাপটাকে যেকোনো রুটেড ডিভাইসগুলোর জন্য আবশ্যিক ও অলরাউন্ডার অ্যাপ বলা যেতে পারে।আশাকরি সকলের কাজে লাগবে অ্যাপটা।

অ্যাপটির ইন্টারফেস এর কিছু স্ক্রিনশট:




ডাউনলোড লিংক Root Essentials : প্লে-স্টোর

আজকের মতো এতোটুকুই, আল্লাহ সবাইকে ভালো রাখুন।
আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।

The post [Rooted] আপনার ফোনটি যদি রুটেড হয়ে থাকে তাহলে রুটের সকল সাধারণ ফিচার একসাথে উপভোগ করুন একটি অ্যাপ এর সাহায্যে।[Root Essentials] appeared first on Trickbd.com.

Source:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

অ্যাড বা বিজ্ঞাপন দেখে টাকা ইনকাম করার উপায় 2021অ্যাড বা বিজ্ঞাপন দেখে টাকা ইনকাম করার উপায় 2021

0 Comments ">12:00 AM


আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। অনলাইনে ছোট ছোট কাজ করে টাকা ইনকাম করার অনেক পদ্ধতি রয়েছে।যেগুলো কাজে লাগিয়ে সহজে অনলাইন থেকে টাকা ইনকাম করা যায়। তার মধ্যে একটি হলো অনলাইনে এড দেখে

ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করার উপায়?(নতুনদের জন্য)ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করার উপায়?(নতুনদের জন্য)

0 Comments ">12:00 AM


আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আজকেরে আর্টিকেল থেকে আমরা ফেসবুক পেজ থেকে ইনকাম কিভাবে করা যায়? এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। অনলাইনে সাধারণত নানা রকম পদ্ধতি অবলম্বন করে টাকা আয় করা যায়।