গোপনে ভিডিও করুন ! কাউকে বুঝতে না দিয়ে। (নতুনদের জন্য..!)

আসসালামু আলাইকুম !




ট্রিকবিডির সকল সদস্যদের স্বাগতম ! ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন !




আমি সোহাগ আবারো হাজির হলাম আপনাদের মাঝে অন্য একটি পোষ্টে, আজকের পোস্ট শুরু করা যাক !


দেখুন প্রথম কথা হলো এটাই যে আজকের পোস্টের টপিক সম্পর্কে হয়তো আপনি সহ অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। আপনি যদি জেনে থাকেন তাহলে দয়া করে খারাপ মন্তব্য করবেন না। যারা জানেন না তাদের জন্য আজকের পোষ্ট, তবে কিছু নতুনত্ব পেয়েছি বলে এই পোস্ট করা।

আপনি যদি একজন এন্ড্রয়েড ফোন ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে এই পোস্ট আপনার জন্যই কিছুটা হলেও উপকারী হবে। কিন্তু দেখার বিষয় এটা যে এটাকে আপনি ভালো কাজে ব্যবহার করবেন নাকি অন্য কাজে।

আপনি চাইলে আপনার ফোনের স্ক্রীন অফ করে, ভিডিও করতে পারবেন। আপনি চাইলেই ফোনে অন্য কাজ করার সাথে সাথে লুকিয়ে ভিডিও করতে পারবেন কেউ বুঝতেও পারবে না।

যেমন: আপনি কোনো অনুষ্ঠানে আছেন এবং সেখানের দৃশ্য ভিডিও করতে দিচ্ছে না। (যেমন, বিয়ের অনুষ্ঠানে নাচ) অথবা কোনো স্কুল, কলেজের অনুষ্ঠানে ভিডিও করতে দিচ্ছে না। তখন আপনি সহজেই কাউকে বুঝতে না দিয়ে ভিডিও করতে পারবেন।

আবার মনে করুন আপনার কোনো বন্ধু বা বান্ধবী আপনার থেকে ফোন নিয়েছে কিছু করার জন্য, এখন আপনি এই সেটিং করে রাখলে তার চেহারা ভিডিও হয়ে যাবে। এবং সে বুঝতেও পারবে না। এছাড়াও অনেক ভাবে এটার ব্যবহার করা যায়। মানে যে যেভাবে ব্যবহার করে আরকি।

READ MORE  নেটফ্লিক্স এ মুক্তি প্রাপ্ত হিন্দি জম্বি সিরিজ Ghoul এর ডাউনলোড লিঙ্ক নিয়ে নিন!!

এই কাজটা মূলত আপনার ফোনের ব্যাকগ্রাউন্ড (পটভূমি) তে হবে। যার সাহায্যে আপনি ফোনে অন্য কোনো কাজ করার পাশাপাশি ভিডিও করতে পারবেন।

এর জন্য ছোট একটা অ্যাপ ইন্সটল করতে হবে। অ্যাপের সাইজ ৯+ এমবির মতো। আর এই অ্যাপের নাম হলোঃ Background Video Recorder

এমনিতেই এরকম অনেক অ্যাপ রয়েছে প্লে স্টোরে‌, কিন্তু আমার এই অ্যাপ বেশি উপযোগী মনে হয়েছে। কারণ এতে প্রয়োজনীয় ফিচারের পাশাপাশি লাইট ওয়েট অ্যাপ যার কারণে কম RAM – ROM এর ফোনে ভালোভাবেই কাজ করবে। এই অ্যাপের কিছু ফিচার হলো:

দরকারী ফিচারঃ


 

★ ভিডিও রেকর্ডিং করার জন্য আনলিমিটেড নাম্বার। (01)

★ প্রিভিউ সহ এবং প্রিভিউ ছাড়া রেকর্ড করা যাবে।(আপনি যেভাবে সেট করবেন) ।

★ ফোন মেমোরির পাশাপাশি মেমোরি কার্ডেও অটোমেটিক রেকর্ড হবে। যদি ফোন মেমোরি তে জায়গা না থাকে। (external SD card)

★ একটা টাচ এ রেকর্ডিং চালু এবং বন্ধ করা যাবে।

★ Video Orientation সাপোর্ট করে।

★ ফোনে কথা বলার সময়ও রেকর্ড করা যাবে।

★ ফোনের স্ক্রীন অফ হয়ে গেলেও ব্যাকগ্ৰাউন্ড এ রেকর্ডিং চলতে থাকবে।

★ সামনে ক্যামেরা এবং পেছনের ক্যামেরা দুইটা থেকেই রেকর্ড করা যাবে।

READ MORE  দ্বীনি ভাই-বোনদের জন্যে প্রয়োজনীয় পাচঁটি এপ্লিকেশন

★ Full HD video (1920×1080) রেকর্ড করা যাবে।

★ সহজেই duration, camera, এবং video quality কনফিগ করা যাবে।

★ রেকর্ডিং করার আগেই বোঝা যাবে কতখানি জায়গা ফাঁকা আছে এবং কতটুকু রেকর্ড করা যাবে।

★ প্রাইভেট ফোল্ডার থেকে সহজেই রেকর্ড করা ভিডিও পাওয়া যাবে।

★ Passcode Locks দিয়ে অ্যাপ কে প্রটেক্ট করা যাবে, যেন আপনি ব্যতীত অন্যকেউ অ্যাপে প্রবেশ করতে না পারে।

এছাড়াও এই অ্যাপের একটা Pro Version আছে। কিন্তু ঐ প্রো ভার্সন আর নরমাল ভার্সনের মধ্যে কোনো বিশেষ তফাৎ আমি পাই নি। তফাৎ হলো এটাই যে প্রো ভার্সন এ Banner Ads Remove এবং Pop up window entirely আছে।

নরমাল ভার্সনের অ্যাডস আপনি ইচ্ছা করলে APK Editor দিয়েও সরাতে পারবেন। আমি নিজেই এটাকে মোড করে নাম, আইকন, অ্যাডস রিমুভ করে ব্যবহার করছি।

যাইহোক ! এবার দেখে নিন এই অ্যাপ কিভাবে ব্যবহার করবেন।

প্রথমে অ্যাপ ওপেন করে অ্যাপের Settings এ যান।

এরপর আপনি সেট করে নিন যে সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করবেন নাকি পেছনের ক্যামেরা দিয়ে, এবং ফোন মেমোরি তে রেকর্ড করবেন নাকি মেমোরি কার্ডে। অবশ্য‌ই নিচের Show notifications বন্ধ করে দিন আর App lock চালু করে নিন।

ব্যাস ! এখন আপনি রেকর্ড বাটনে ক্লিক করে রেকর্ড করা শুরু করুন।

উপরে নোটিফিকেশন বারে অ্যাপের আইকন দেখাবে। নোটিফিকেশন বারে যান‌

READ MORE  আর নয় খোজা খুজি এবার ডাউনলোড করুন ফ্রিতে ভিক্টর ইমেজ ৷

এরপর অ্যাপের নোটিফিকেশন সেটিংস এ যান।

তারপর অ্যাপের নোটিফিকেশন অফ করে দিন যেন পরবর্তী সময়ে ভিডিও করার সময় নোটিফিকেশন না দেখায়।

বন্ধ করা হয়ে গেলে আপনি অ্যাপ থেকে বের হয়ে যান। এবং আপনি ফোনে যাই করুন না কেন গোপনে সেটা ভিডিও হবেই। আপনি ফেসবুক ব্যবহার করেন, ইউটিউব ভিডিও দেখেন, টিকটক ভিডিও দেখেন যাই করেন ভিডিও হবে। যদি আপনি ফোনের স্ক্রীন অফ করেন তাহলেও ভিডিও হবে।

ভিডিও করা বন্ধ করতে আবার অ্যাপে যাবেন। অ্যাপে যে লক পিন সেট করেছেন সেটা দিলে আনলক হয়ে যাবে।তখন আপনি রেকর্ডিং অফ করতে পারবেন।

আপনার রেকর্ডিং দেখতে উপরের Folder আইকে ক্লিক করুন। তাহলে আপনার রেকর্ড করা সব ভিডিও পেয়ে যাবেন।



তো এই ছিলো আজকের ছোট পোস্ট। এই ট্রিক হয়তো অনেকেই জানেন আবার অনেকেই জানেন না। আজকের পোস্ট এতটুকুই।


আরো পড়ুনঃ

কিভাবে গুগল ম্যাপে ঠিকানা যোগ করবেন ?

Free Internet 2022

অ্যাপের ডাউনলোড লিঙ্ক:

Download Background Video Recorder


এই পোষ্ট এতটুকুই ! এতক্ষণ সময় নিয়ে পোস্ট পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। 🙂

কোনো সমস্যা অথবা কোনো প্রয়োজন হলে আমার ↓
Facebook I’d




The post গোপনে ভিডিও করুন ! কাউকে বুঝতে না দিয়ে। (নতুনদের জন্য..!) appeared first on Trickbd.com.

Source: